তাওহীদ নিয়ে লিখিত সকল কিতাব।
তাওহীদ ইসলামের মূল ভিত্তি। তাওহীদ আছেতো ইসলাম আছে আর তাওহীদ নাই তো ইসলাম নাই। তাওহীদ হলো মহান আল্লাহ সুবহানাতায়ালা একাত্মবাদের নাম। তাওহীদ হল ঈমান আর তাওহীদের বিপরীত হল কুফর। মানুষ যখন কুফরীতে কি নিমজ্জিত হয় তখন তার ঈমান থাকে না। তাই ঈমান শুদ্ধ করার জন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করা একান্ত অপরিহার্য। পরকালীন মুক্তির জন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করা প্রত্যেক মুসলিমের জন্য প্রথম ফরজ।
আর এজন্য আমরা ধারাবাহিকভাবে তাওহীদ সম্পর্কে সমস্ত কিতাবাদি পিডিএফ আকারে উক্ত পেইজের মাধ্যমে প্রকাশ করে যাব! ইনশাআল্লাহ! এতে কিতাবুত তাওহীদের যত প্রকার ব্যাখ্যা আমার কাছে সংগ্রহীত হবে এবং আমার দৃষ্টিগোচর হবে, তা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকাশ করে যাব। যাতে করে মানুষ সঠিক তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। তারই ধারাবাহিকতায় আজ থেকে আমরা ক্রমহারে কিতাবুত তাওহীদের একটি লিস্ট প্রকাশ করছি, যার সাথে লিংক করা থাকবে কিতাব গুলো।
কিতাবুত তাওহীদ সম্পর্কিত কিতাব সমূহের লিস্টঃ👇👇👇
।
No comments