কিতাবুত তাওহীদ। লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রঃ
কিতাবুত তাওহীদ সম্পর্কে যত কিতাব লেখা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব বলে আমি মনে করি, মুহাম্মদ বিন আব্দুল ওহাব রঃ কিতাবুত তাওহীদ গ্রন্থটি। তাওহীদের খুটি-নাটি প্রায় সকল কিছু আলোচিত হয়েছে। কিতাবটি ইতিমধ্যে সারা পৃথিবীতে ব্যাপকহারে পঠিত হয়েছে। পৃথিবীর প্রায় অধিকাংশ ভাষায় এই কিতাব কি অনুবাদ করা হয়েছে। এবং এত বেশি ছড়া এবং ব্যাখ্যা করা হয়েছে যা অন্য কিতাবের বেলা এতটা পরিলক্ষিত হয় না।
তাই আমি বলবো এটি একটি যুগান্তকারী কিতাব যা আল্লাহর কালাম ও রাসূলের হাদিস পরে মানুষকে সবচেয়ে বেশি হেদায়েতের পথ দেখিয়েছে। আমি চাই প্রতিটি মানুষ জীবনে একটি বার হলেও এই কিতাব পড়ে নিজের ইমাম তথা তাওহীদ কি পরিশুদ্ধ করে নেই। যাতে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি করা সহজ হয়। মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রার্থনা করি কিতাবটি দ্বারা যেন আমাদেরকে কি হেদায়েতের আলোর দিকে ধাবিত করেন এবং এর বিনিময়ে লেখক কে কবরে এবং উত্তম প্রতিদান দান করেন!
( অনলাইন থেকে পড়ুন! ডাউনলোড করুন! PDF )
।
No comments