google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 الفتح على الإمام ইমামের প্রতি উন্মোচন বা লুকুমাহ দান - PDF BOOKS

Header Ads

Header ADS

الفتح على الإمام ইমামের প্রতি উন্মোচন বা লুকুমাহ দান

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইমামের কিরা’আত পাঠে জটিলতা সৃষ্টি হলে তা উন্মোচন করে দেয়া সুন্নাহ্ সম্মত করেছেন।


صلی صلاة، فقرأ فيها، فلبس عليه فلما انصرف قال لأبي: أصلیت معنا؟ قال : نعم، قال : فما منعك (أن تفتح علي)


তিনি তার কোন এক ছালাতের কিরা’আতকালে তাতে এলোমেলো হয়ে যায়। ছালাত শেষে উবাই নামক ছাহাবীকে বললেনঃ তুমি কি আমাদের সাথে ছালাত পড়েছ? তিনি বললেনঃ হ্যাঁ। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তবে আমাকে জটিলতামুক্ত করতে কোন জিনিস তোমাকে বাধা দান করেছে।[1]


===  ===   ===



সূত্র ও ব্যাখ্যাঃ

[1] আবু দাউদ, ইবনু হিব্বান, ত্বাবারানী, ইবনু আসাকির (২/২৯৬/২) আযযিয়া ‘আলমুখতারাহ’ গ্রন্থে বিশুদ্ধ সনদে।


[ الاستعاذة والتفل في الصلاة لدفع الوسوسة কুমন্ত্রণা ঠেকাতে আউযুবিল্লাহ পাঠ ও থুথু নিক্ষেপ ]


No comments

Powered by Blogger.