google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 رفع الیدین হস্ত উত্তোলন প্রসঙ্গ - PDF BOOKS

Header Ads

Header ADS

رفع الیدین হস্ত উত্তোলন প্রসঙ্গ

নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন সময় তাকবীর বলার সাথে হস্ত উত্তোলন করতেন।[1] আবার কখনো বা তাকবীরের পরে[2] আবার কখনো বা তাকবীরের পূর্বে[3] হস্ত উত্তোলন করতেন।


“তিনি অঙ্গুলিসমূহ প্রসারিত অবস্থায় দু’হাত উত্তোলন করতেন। তবে আঙ্গুলসমূহের মাঝে ফাঁক করতেন না এবং একেবারে মিলাতেনও না।[4] হস্তদ্বয়কে স্বীয় কাঁধ বরাবর উঠাতেন।[5] আবার কখনো বা কানের লতি বরাবর উঠাতেন।[6]


সূত্র ও ব্যাখ্যাঃ

[1] বুখারী ও নাসাঈ। [2] বুখারী ও নাসাঈ। [3] বুখারী ও আবু দাউদ। [4] আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৬২/২ ও ৬৪/১) তামামুল মিন্নাহ এবং হাকিম একে ছহীহ বলেছেন ও যাহাবী তাঁর সমর্থন দিয়েছেন। [5] বুখারী ও নাসাঈ। [6] বুখারী ও আবু দাউদ।  



[ وضع الیمنی علی الیسری و الامر به বাম হাতের উপর ডান হাত রাখার নির্দেশ ]







No comments

Powered by Blogger.