google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 صلاة الجنازة জানাযার ছালাত - PDF BOOKS

Header Ads

Header ADS

صلاة الجنازة জানাযার ছালাত

 সুন্নত হচ্ছে ঐ ছালাতে “সূরা ফাতিহা” পাঠ করা[1] এবং সেই সাথে অপর একটি সূরা পাঠ করা।[2] আর তা নিম্নস্বরে প্রথম তাকবীরের পরে পাঠ করতেন।[3]

===   ===  ===



সূত্র ও ব্যাখ্যাঃ

[1] এটি হচ্ছে ইমাম শাফিঈ, আহমদ, ইসহাক প্রমুখগণের মত। আর পরবর্তী হানাফী মুহাকক্কিক (তথ্যান্নেষী) কিছু আলিমও এই সিদ্ধান্ত গ্ৰহণ করেন। ফাতিহার পর অপর আরেকটি সূরা মিলানো শাফিঈদের একটি দৃষ্টিভঙ্গি আর এটিই সঠিক দৃষ্টিভঙ্গি।

[2] বুখারী, আবু দাউদ, নাসাঈ ও ইবনুল জারুদ। অতিরিক্ত অংশটি শাজ (নগণ্য) নয় যেমনটি তুওয়াইজিয়ী ধারণা করেছেন। (দেখুন। মূল কিতাবের ভূমিকা ৩০-৩২ পৃষ্ঠা)

[3] নাসাঈ ও ত্বহাবী ছহীহ সনদে।



ترتيل القراءة وتحسين الصوت بها ধীর গতিতে ও সুললিত কণ্ঠে কিরাআত পাঠ ]



 

No comments

Powered by Blogger.