লাইলাতুন নেসফুস শাবান ওয়াফারজহা, লেখকঃ ইবনে দুবাইসী, তাহকীকঃ ওমর আব্দুল মুনীমাস সালিম
লাইলাতুন নেসফুস শাবান ওয়াফারজহা,
লেখকঃ ইবনে দুবাইসী
তাহকীকঃ ওমর আব্দুল মুনীমাস সালিম
কিতাব খানি হাদীসের আলোকে রচিত একটি কিতাব। যাতে শাইখ রাহমাতুল্লাহ আলাইহি নিসফে শাবান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যা কিতাব খানি কে পাঠকের নিকট নিকট গ্রহণ যোগ্যতা বৃদ্ধি করে। কিন্ত এতে আলোচিত হাদীসের নির্নয় করে বিশুদ্ধ আমল করা সাধারণ মানুষের কাছে দূরুহ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তাই বিশুদ্ধ সুন্নাহ অনুসরণে গ্ৰন্থ খানি তাহকীক করা একান্ত প্রয়োজন হয়ে দেখাদেয়। কিতাব টি গুরুত্ব উপলব্ধি করে শাইখ ওমর আব্দুল মুনীমাস সালিম রঃ তাহক্কীক করেন।
No comments