google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ লেখকঃ আসাদুল্লাহ আল গালিব। - PDF BOOKS

Header Ads

Header ADS

আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ লেখকঃ আসাদুল্লাহ আল গালিব।

আহলে হাদিস আন্দোলন
উৎপত্তি ও ক্রমবিকাশ 
দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ

 

লেখকঃ আসাদুল্লাহ আল গালিব স্যার।


আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। এই নামে যারা নিজেকে পরিচয় দিয়ে থাকেন, তারা ইসলামের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তথা জীবন-যাপন করার ক্ষেত্রে একমাত্র কোরআন এবং হাদিসকে মেনে চলেন। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। এই নামটি নতুন কোন নাম নয় বরং যুগ যুগ ধরেই যারা কোরআন এবং হাদিসকে মেনে জীবন যাপন করেছেন তাদেরকে আহলে হাদিস নামে আখ্যায়িত করা হয়েছি। আমাদের সমাজে আহলে হাদিস নামটি শুনলেই আমাদের কাছে অপরিচিত মনে হয় অনেকে মনে করেন এটা হয়তো নতুন কোন মতাদর্শের নাম কিন্তু এই নামটি যে যুগ যুগ ধরে চলে আসছে তা আমাদের অনেকেরই অজানা আর এই কথাটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আসাদুল্লাহ আল গালিব স্যারের ক্ষুদ্র প্রচেষ্টা। নতুন 992 সালে আসাদুল্লাহ আল গালিব স্যারের পিএইচডি ডক্টর একটি বিষয় ছিল তখনকার বেশ কয়েকজন গবেষকদের তত্ত্বাবধানে বইটি গ্রহণ করা হয় আর এটি পরবর্তীতে সকলের জন্য উন্মুক্ত করে তার বইটি কে প্রকাশ করে দেন।


আমাদের সমাজে অনেক লোক আছেন যারা আল-হাদিস নামটি শুনলে চমকে ওঠেন। তারা মনে করেন হয়তো এটি নতুন কোন নাম। কিন্তু প্রকৃতপক্ষে এটি কোন নতুন নাম নয় বরং পূর্ব থেকে চলে আসছে। আমরা অনেক হাদিস গ্রন্থ থেকে আহলে হাদীসদের নাম সম্পর্কে জানতে পারি। আমি দেখতে পাই মহাদেশের কেরাম আহলে উল হাদীসদের কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরসূরী হিসেবে বর্ণনা করেছেন এমনকি ইমাম তিমির রহঃ তাঁর আবুধাবিতে হাদিস গ্রন্থে 129 নম্বর হাদিসে 192 এর নাম্বার হাদিস আলী ইবনে মাদানীর কল তুলে নিয়ে এসেছেন সেখানে তিনি বলেছেন হক এর উপরে থাকবে যে দলটি এটা হচ্ছে আহালুল হাদিস। পাঠকদের প্রয়োজনের তাগিদে আমি হাদীসটি তুলে ধরছি।

সুনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ৩১/ কলহ ও বিপর্যয় (كتاب الفتن عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ 2229

باب مَا جَاءَ فِي الأَئِمَّةِ الْمُضِلِّينَ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ الْمُضِلِّينَ ‏"‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ لاَ يَضُرُّهُمْ مَنْ يَخْذُلُهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ يَقُولُ وَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ ‏"‏ ‏.‏ فَقَالَ عَلِيٌّ هُمْ أَهْلُ الْحَدِيثِ ‏.‏

৫১. পথভ্রষ্টকারী নেতৃবৃন্দ প্রসঙ্গে। 
সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার উম্মাতের ব্যাপারে পথভ্রষ্টকারী নেতাদেরকেই ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ  আমার উম্মাতের এক দল লোক আল্লাহ তা'আলার হুকুম (কিয়ামাত) আসার পূর্ব মুহুর্ত পর্যন্ত সর্বদা বিজয়ীবেশে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের অপমানিত করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না।

সহীহাহ (৪/১১০, ১৯৫৭), মুসলিম ২য় অংশ।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। মুহাম্মাদ ইবনু ইসমাঈলকে আমি বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদীসটি আলী ইবনুল মাদীনীকে এভাবে বর্ণনা করতে শুনেছিঃ  আমার উম্মাতের এক দল সর্বাবস্থায় সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের ব্যাপারে আলী (র:) বলেন, এরা হলো আহলুল হাদীস।

একইভাবে ইমাম ইবনে কাসীর তার বিখ্যাত ইবনে কাসীর গ্রন্থে আহলে হাদীসদের সম্পর্কে বর্ণনা করেছেন যা আমি পাঠকদের সামনে তুলে ধরছি।

তাফসীর ইবনে কাসীর (আরবী) দেখুন, সূরাহ 
আল ইসরা, আয়াত নম্বর 71)

 ولكل أمة رسول فإذا جاء رسولهم قضى بينهم بالقسط » الآية وقال بعض السلف هذا أكبر شرف لأصحاب الحديث لأن إمامهم النبي صلى الله عليه وسلم وقال ابن زيد بكتابهم الذي أنزل على نبيهم من التشريع واختاره ابن جرير وروي عن ابن أبي نجيح عن مجاهد أنه قال بكتبهم فيحتمل أن يكون أراد هذا وأن يكون أراد ما رواه العوفي عن ابن عباس في قوله 
« يوم ندعوا كل أناس بإمامهم » 
أي بكتاب أعمالهم وكذا قال أبو العالية والحسن والضحاك وهذا القول هو الأرجح لقوله تعالى « وكل شيء أحصيناه في إمام مبين » وقال تعالى « ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه » الآية


এখানে তুমি বলছেন সালাফদের পর হল আহলে হাদীসরা কেননা তারা নবী সাঃ এর পরেই ইমাম।


এরপরেও আমাদের সমাজে কিছু আলেম রা আছেন যারা আহলে হাদীসদের বিরোধিতা করায় হলো তাদের স্বভাব এ প্রসঙ্গে আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালেবীন কিতাব লিখেছেন বেদাতিদের নমুনা হলো যা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে তাহলে আহলে উল হাদীসদের কে বিভিন্ন নামে আখ্যায়িত করা তাদের বিরুদ্ধে কুৎসা রটানো,  মূলত তাদের এই সমস্ত কাজের মূল কারণ হলো হাদিসকে অস্বীকার করা।


ভারতবর্ষে আহলে হাদীসদের আগমন ঘটেছিল বহুপূর্বে থাকে যা আমরা উক্ত বইয়ের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ! আমি মনে করি বইটি আহলে উল হাদীসদের সম্পর্কে আমাদের সঠিক ধারণা দিবে।



অনলাইনে থেক পড়ুন অথবা ডাউনলোড করে পড়ুন )







No comments

Powered by Blogger.