জান্নাত; মুক্তির সন্ধানে নারী শামস অর্ক।_PDF
জান্নাত;
মুক্তির সন্ধানে নারী
লেখকঃ শামস অর্ক।
জান্নাতি নারীদের বৈশিষ্ট্য এবং জান্নাতি নারী কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে কে চ্যালেঞ্জ করে গ্রন্থটি রচনা করেন। বইটিতে নারীদের কে পুরুষ শাসিত সমাজ থেকে বেরিয়ে এসে আলাদা সমাজ গঠনের অনুপ্রাণিত করা হয়েছে। লেখক যে, যুক্তি উত্থাপন করেছেন তা হল, পুরুষ শাসিত সমাজে পুরুষদের লিখিত বই, নারীদেরকে জান্নাতের নাম দিয়ে দাস দাসী বানিয়ে রাখা হয়েছে। তার এই মানসিকতার উপরে বইটি লিখেছেন। তিনি যুক্তি প্রতিষ্ঠা করার জন্য বহু যুক্তি উপস্থাপন করেছেন। তাই নাস্তিকদের একটি হাতিয়ার হতে পারে বইটি ।
আমরাবতী সংরক্ষণ করে মুসলিম গবেষকদের জন্য গবেষণার পথ উম্মুক্ত করতে চাই। আমি মনে করি মুসলিমরা তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে, সমুচিত জবাব দিবেন।
No comments