google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 নাবী মুহাম্মদের (সঃ) ২৩ বছর- লেখক আলি দস্তি। ভাষান্তর: আবুল কাশেম, সৈকত চৌধুরী। - PDF BOOKS

Header Ads

Header ADS

নাবী মুহাম্মদের (সঃ) ২৩ বছর- লেখক আলি দস্তি। ভাষান্তর: আবুল কাশেম, সৈকত চৌধুরী।

নবী মুহাম্মদের ( স.) ২৩ বছর।

লেখক: আদি দস্তি।

আদি দস্তি একজন ‍ইরনের লোক। তিনি একজন (শিয়া) মুসলিম পরিবারেযর সন্তান। বাল্যকাল থেকে তিনি ছিলেন একজন মেধাবী। তার সময়ে সমাজতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে তিনিও সমাজতন্ত্র প্রচার করতে খাকেরন। নিজেকে একজন নাস্তিক বলে প্রচার করেন। এই মসয় তিনি ইসলাম ও নবী মুহাম্মদ স. এর নবুয়ত ও তার রেসালাতের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। এই নিয়ে তিনি বহু পুস্তক রচনা করেন। উক্ত বইটিও তার একটি প্রমাণ বহন করে। উক্ত বইয়ে তিনি নবী মুহাম্মদ স. এর জিবনি আলোচনা করেন, একজন নাস্তিক হিসাবে।

বইটির আনুবাদ করেছেনঃ আবুল কাশেম সৈকত চৌধুরী।



(অনলাইনে পড়ুন! বা ডাউনলোড় করুন-PDF)


No comments

Powered by Blogger.